অবাধ্য খুব। দেখছে না সে বুদ্ধিজীবির দল বদল,
জয়ধ্বনির হিড়িক দিয়ে বদলে নিচ্ছে যে যার ভোল।
সেই সময়েও অবাক কথা, লাল পতাকাই চিহ্ন তার।
বাড়ির লোকও শিখতে ব্যর্থ রাজনৈতিক ডুবসাঁতার।
ঘর ছেড়েছে পুরুষরা সব। একলা মেয়ের সকল দায়।
কাজেই মেয়ে অরক্ষিত… সব অপমান করাই যায়।
মুচলেকা দাও, জরিমানাও, তাদের হাতেই সব অস্ত্র।
নইলে মেয়ে ধর্ষিতা হও। যাও হেঁটে যাও বিবস্ত্র।
আইসিডিএস ভরসা মাত্র, সেই মেয়েটা কোত্থেকে
বারো লক্ষ করবে জোগাড়, ভেবেই অবাক প্রত্যেকে।
স্রেফ অজুহাত। অন্য কিছুর লক্ষ্য ছিল স্পষ্টতই।
আমরা বোধহয় খুব নাবালক, এই যে এত অবাক হই।
পোস্টমর্টেম রিপোর্ট রাণীর ইচ্ছেমতন হচ্ছে হোক।
বৃহন্নলা স্বদেশ আমার দিব্যি এখন ধর্মাশোক।
গল্প শেষে একটা মেয়ে গলায় দড়ি ঝুলছিল
আসল কথা তার বাঁচবার পদ্ধতিটাই ভুল ছিল।
জয়ধ্বনির হিড়িক দিয়ে বদলে নিচ্ছে যে যার ভোল।
সেই সময়েও অবাক কথা, লাল পতাকাই চিহ্ন তার।
বাড়ির লোকও শিখতে ব্যর্থ রাজনৈতিক ডুবসাঁতার।
ঘর ছেড়েছে পুরুষরা সব। একলা মেয়ের সকল দায়।
কাজেই মেয়ে অরক্ষিত… সব অপমান করাই যায়।
মুচলেকা দাও, জরিমানাও, তাদের হাতেই সব অস্ত্র।
নইলে মেয়ে ধর্ষিতা হও। যাও হেঁটে যাও বিবস্ত্র।
আইসিডিএস ভরসা মাত্র, সেই মেয়েটা কোত্থেকে
বারো লক্ষ করবে জোগাড়, ভেবেই অবাক প্রত্যেকে।
স্রেফ অজুহাত। অন্য কিছুর লক্ষ্য ছিল স্পষ্টতই।
আমরা বোধহয় খুব নাবালক, এই যে এত অবাক হই।
পোস্টমর্টেম রিপোর্ট রাণীর ইচ্ছেমতন হচ্ছে হোক।
বৃহন্নলা স্বদেশ আমার দিব্যি এখন ধর্মাশোক।
গল্প শেষে একটা মেয়ে গলায় দড়ি ঝুলছিল
আসল কথা তার বাঁচবার পদ্ধতিটাই ভুল ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন