রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

খুকুর জীবন ~ সংগীতা দাশগুপ্তরায়

তখন -
বেরোনোর আগে ঠাকুরকে প্রণাম করে বেরিও ... দিদু বলতেন। 
জল খেয়ে বেরোস ... বলত বড়মা
ছাতা নিতে ভুলিস না ... মামিমা মনে করিয়ে দিত
ছাতা নিচ্ছ নাও, হারিয়ে এস না ... মায়ের সাবধানবাণী 
মউ-দির থেকে অঙ্ক খাতাটা ফেরত আনিস দিদিভাই ... বোনের পিছুডাক 

এখন -
বেরোনোর আগে দেখে নিস ছুরি আর পেপার স্প্রে ব্যাগে ঢুকিয়েছিস নাকি... 
আর কেউ গায়ে হাত দিলে, জানিসই তো, গান আনলক করাই আছে। সোজা ফুঁড়ে দিস । হাসপাতালে শুয়ে তিল তিল করে মরা বা গায়ে আগুন দিয়ে মরার থেকে অনেক ভাল জেলে গিয়ে জীবনকাটানো । 
গারদের ওপারটুকু বোধহয় এপারের তুলনায় সেফ...... সমাজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন