রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

আধখানা আকাশ ~ অভিজিৎ মুখোপাধ্যায়

বাইরে নাচে অমানুষের দল,
মনের ঘরেও পিশাচেরই বাস,
কন্যা এবার যাবি কোথায় তুই?
হারালো তোর অর্ধেক আকাশ। 

ঠিকদুপুরে দশ দিক নিঃঝুম,
ভাল্লাগে না পুতুল পুতুল খেলা,
মন চলে যায় গোল্লাছুটের মাঠে।
ক্যামনে যাবি? এখন দুপুরবেলা।

মাঠে যখন দৌড়োদৌড়ি করিস
হাত টেনে মা ফেরত নিয়ে আসে,
মায়ের চোখে এতো কিসের ভয়?
সূয্যি ডোবে, আঁধার চারিপাশে।

দিদি গেছে কবেই বাড়ী ছেড়ে,
নামও নেই কারো চোখে মুখে।
মা বলে, সে বেজাত হয়ে গেছে,
কেমন আছে? আছে কি সে সুখে?

পাশের বাড়ীর পিয়া গেলো কাজে,
তারপরে আর নেইকো দেখা তার,
থানা থেকে পুলিশ এসেছিলো,
পিয়া তো নেই, পুলিশই বার বার -

কাগজ খুলে বাবা রোজই বলে
চলছে দেশে নরকের উল্লাস,
দিদি শুধু আধেক চেয়েছিলো,
তুই কি পাবি একটুকু আকাশ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন