রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪

শকুন-তলা ~ অনামিকা মিত্র

'বেল ভিউ'-এর উঠোনে ঘোরে পেটুক শকুন পাখি।
কাজ কর্ম নেই কি কোনও? বলি ব্যাপারটা কী?

'মৈত্র' মশাই খবর দিতে ব্যস্ত সকাল সন্ধ্যে। 
শকুনটি নট নড়নচরন আগাম পাওয়া গন্ধে।

সাকসেস রেট ঈর্ষনীয়। বুক ভরে যায় গর্বে।
তেরচা নজর দিলেই রোগী ভেন্টিলেটর চড়বে।

হাত পাকানোর খবর জানা, অনেক বছর থেকে।
দখল করে পুড়িয়ে দেওয়া, সুভাষ মুখুজ্জেকে।

মান্না দে খুব অভদ্রলোক, ভীষণ রকম বাজে।
ডেড বডিটা দেবেন না যে, আসেই নি আন্দাজে।

নীললোহিতের জবর দখল, দেখেছিলাম তা'ও।
সুচিত্রা সেন? ওঁকেও, হুঁ হুঁ! একটু সময় দাও।

এমনি ভাবে সব্বাইকেই! সব ক'টা নাম ভেবো।
শকুন-তলার লিস্টে আছেন 'প্রসেনজিৎ' আর 'দেব'ও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন