শনিবার, ১৫ জুন, ২০১৩

কামদুনি ~ তুহিন বসু

বড়োই ব্যাথা বড়োই জ্বালা
বুকের মাঝে শূন্যতা
বিষন্নতার গন্ধ মাখা
লাশ হয়ে যায় সিগ্ধতা
হয়তো আমার না বলা কথা
হয়তো আমার শক্তি
কিছুটা প্রতিবাদ আর
খুঁজতে চাওয়ার দৃষ্টি
হারিয়ে যাওয়া সময় মাঝে
কান্না ভেজা আকুলতা
ছিঁড়ে খাওয়া বর্বরতায়
স্বব্ধ হওয়া ব্যাকুলতা
প্রতিবাদের পরশ কোথায়
প্রতিরধের রসদ কই
লজ্জানত এই জীবনে
গর্জ্জে উঠার আগুন চাই
সিক্ত নয়ন কামদুনির
লক্ষ টাকার প্রশ্ন তাই
বর্বরদের শাস্তি কবে
তোমার আমার লড়াই কই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন