মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

এ তো হওয়ারই ছিল ~ শুভংকর আদিত্য

এ তো হওয়ারই ছিল !

আমার বোনের জরায়ু বেআব্রু হয়েছে

আদিম হিংস্রতার সনাতন কামনায়।

আমি কী টেস্ট ক্রিকেট দেখতে যাব?

নাকী আমার ফুসফুসে আগুন জ্বলবে?

আমার ভাইয়ের হিমোগ্লোবিনে প্লাবিত 

উঠোনে কী আর কখনও কী রজনীগন্ধার চারা লাগাবো?

নাকী ধুলোমাখা উঠোনের একমুঠো মাটি 

তুলে নিয়ে ছুঁড়ে মারব কালো পর্দার মুখে?ওরাও আসেনা আমার পাশে।

কীভাবেই বা আসবে!ওদের প্রতিবাদী শক্তি যে আমিই শুষে নিয়েছি।

পাঁচদিন ধরে খোলা আকাশের নীচে পড়ে থাকা লাশটার

দিকে তাকানোর কথা ভুলেই গিয়েছিলাম।

সন্তানহারা বৃদ্ধার চোখভেজা জল দেখে উঃ কী আনন্দটাই না পেয়েছিলাম!

আজ কেন তবে এমনটা হল?

আমার চোখের তাপমাত্রা হিমাঙ্কের নীচে!

সেদিন ওদের সমস্ত রক্ত চুষে নিয়েছিলাম 

আমার শাশ্বত তাত্‍ক্ষণিকতায় আর নৃশংস মানবিকতায়।

আমি ভুল ট্রেনে উঠে পড়েছি ! এ যে এক্সপ্রেস! 

চেন টেনে মাঝপথে থামাবো চোখের জল?

তবু ওরা গভীর রাতে এসেছিল কাল।

রুমালটা সাথে করেই এনেছিল আজও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন