বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

লগবুকে শেষ এন্ট্রি ~ অরুণাচল দত্তচৌধুরী

বন্দরে পৌঁছে গেছে মায়াবী জাহাজ
বাতিল কামানে আজ তোপ দাগো । একশ'টা নীরব আওয়াজ
ছিঁড়েখুঁড়ে দিয়ে যাক নাবিকের লুকোনো বাসনা
সবাই জানুক তবে, আমরা যে আর ভাসবো না

তার পরে বৃষ্টি শুরু হোক
ধুয়ে যাক তমসুক ... মুছে যাক সমস্ত কুহক
নষ্ট এই সময়ের সমস্ত স্মৃতি গায়ে মেখে
বাতাসেরা নতমুখে জাহাজের ভিজে যাওয়া ডেকএ
এখুনি উড়িয়ে দেবে যাবতীয় শোকগাথাগুলি
ছায়া শুধু রয়ে যাবে। থেকে যাবে অনন্ত গোধূলি।

নিস্তার তবুও নেই। ম্লান সেই হিম অন্ধকারে
মনখারাপেরা এসে দাঁড়িয়েছে রেলিংএর ধারে
গলায় সামান্য ব্যথা দুই চোখে অসামান্য জল
জানিয়ে দিয়েছে ঠিকই এ'সাগর কতটা অতল

সাবধানে ডোবো তবে ... ও জাহাজ ... প্রবালপাতালে
যদি কোনও দিন কেউ অন্য কোনও কালে
ডুবসাঁতারের ছলে ছুঁয়ে দেয় তোমার আঙুল ...
কম্পাসের মনেপড়বে ... হয়তো তোমারও ... মনে পড়বে অনিবার্য ভুল ...

1 টি মন্তব্য:

  1. মেঘলা সকালে প্রথমেই এই কবিতা পড়ে মনটা মেঘলা হয়ে গেল... দুর্দান্ত!

    উত্তরমুছুন