পোলট্রিতে বড় হলে শেষ প্রশ্ন ... কাটা নাকি গোটা
তার আগে গম ভুষি ... তার আগে মাংসে সেজে ওঠা
ঝোল ... কষা ... দো-পেঁয়াজি ... ফ্রাই... প্রায় নিরামিষ স্টুতে
জিভেরা খোয়ারি ভেঙে মেতেছিল ... প্রাণপণে চেয়েছিল ছুঁতে
ব্যক্তিগত লালাসিক্ত জীবনবাসনা।
কেউ কাউকে শুধোয়নি ... শোনো তুমি ভালো কি বাসোনা
তার আগে গম ভুষি ... তার আগে মাংসে সেজে ওঠা
ঝোল ... কষা ... দো-পেঁয়াজি ... ফ্রাই... প্রায় নিরামিষ স্টুতে
জিভেরা খোয়ারি ভেঙে মেতেছিল ... প্রাণপণে চেয়েছিল ছুঁতে
ব্যক্তিগত লালাসিক্ত জীবনবাসনা।
কেউ কাউকে শুধোয়নি ... শোনো তুমি ভালো কি বাসোনা
আমরাও করিনি তা ... হাতে খুবই সীমিত সময়
গম ... ভুষি ... গল্প শেষে ইস্পাতের সাথে দেখা হয়
তখন পালকে রক্ত ... রাস্তার মাইকে হরি ওম ...
পোলট্রিতে বড় হলে এই গ্রহে এ’টাই নিয়ম।
গম ... ভুষি ... গল্প শেষে ইস্পাতের সাথে দেখা হয়
তখন পালকে রক্ত ... রাস্তার মাইকে হরি ওম ...
পোলট্রিতে বড় হলে এই গ্রহে এ’টাই নিয়ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন