সত্যি ভাতের সন্ধানে সে আলোকবর্ষ হাঁটতে রাজি
তার ঠিকানায় রাষ্ট্র পাঠায় মিড ডে মিল-এর ধাপ্পাবাজি।
ধাপ্পা, কারণ একলা সে নয়, গুষ্টিশুদ্ধ সবার পেটে
ভাত যোগাবার দায়িত্ব তার। ইস্কুলছুট যাচ্ছে হেঁটে।
স্বপ্নে সে খুব ভাত দেখেছে। বাস্তবে ভাত যায়নি ছোঁয়া।
বুকের খাঁচায় পাথরধুলো। ফুসফুসে যায় কালচে ধোঁয়া।
সেই যে ছেলে প্রাজ্ঞ প্রাচীন। বয়স? বোধহয় বছর বারো।
ইটভাঁটাতে রেস্তোঁরাতেও তোমরা ওকে চিনতে পারো।
এই ছেলে রোজ শূন্য থালায় শিউলি ভাতের স্বপ্ন জপে।
তোমরা তখন ঠাণ্ডা ঘরে। তোমরা যখন ওয়ার্কশপে!
তার ঠিকানায় রাষ্ট্র পাঠায় মিড ডে মিল-এর ধাপ্পাবাজি।
ধাপ্পা, কারণ একলা সে নয়, গুষ্টিশুদ্ধ সবার পেটে
ভাত যোগাবার দায়িত্ব তার। ইস্কুলছুট যাচ্ছে হেঁটে।
স্বপ্নে সে খুব ভাত দেখেছে। বাস্তবে ভাত যায়নি ছোঁয়া।
বুকের খাঁচায় পাথরধুলো। ফুসফুসে যায় কালচে ধোঁয়া।
সেই যে ছেলে প্রাজ্ঞ প্রাচীন। বয়স? বোধহয় বছর বারো।
ইটভাঁটাতে রেস্তোঁরাতেও তোমরা ওকে চিনতে পারো।
এই ছেলে রোজ শূন্য থালায় শিউলি ভাতের স্বপ্ন জপে।
তোমরা তখন ঠাণ্ডা ঘরে। তোমরা যখন ওয়ার্কশপে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন