শীর্ন হাতে পুরাতন লাঠি
ভাঙ্গা পিতলের বাটি,
ছেঁড়া শাড়ী আর ভাঙ্গা চশমায়
জোড়া পায়ে যায় হাঁটি।
বাম হাতটায় তাবিজ-কবজ
মরচে ধরেছে তাতে,
ডান হাতে তার বিভিন্ন মূল
ভাগ্য ফিরবে যাতে।
কালীঘাটে আছে গ্রীসের গীর্জা
আজ হল সোমবার,
বিনাপয়সায় খাবার পাবার
লোভ তাই ঠাকুমার।
ঘন্টা দুয়েক লাইনে দাঁড়িয়ে
পা দুটো গেছে ধরে,
গাড়ীর আওয়াজে গাড়ীর ধোঁয়ায়
রাস্তাটা গেছে ভরে।
আর কতদূর আর কতখন
থাকব লাইনে দাঁড়িয়ে ?
কুকুর বিড়াল গোটা দশবারো
গিয়েছে আমায় মাড়িয়ে।
চারটি ঘন্টা হল যে পার
আর দশজন বাকি,
যারা নিয়ে গেল গরম খিচুড়ী
তাদের কে চেয়ে থাকি।
আর তিনজন হঠাৎ ঘোষনা
সব খাবারই শেষ,
ক্ষুধার পৃথিবী তোমাকে সেলাম
তোমাকেই লাগে বেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন