রবিবার, ১ নভেম্বর, ২০০৯

পরিবর্তন ~ তুলি দত্ত

শহর জুড়ে - আঁস্তাকুরে,
হোর্ডিং-ফোর্ডিং পড়ছে,
দিদি করছেন হিল্লি - দিল্লি,
গণতন্ত্রের টাটকা খিল্লি,
রাজ্য জুড়ে একশো "বিল্লি"
কামড়া-কামড়ি করছে।


মাটির মানুষ খুঁজছে মা,
শিল্পায়নের গলায় পা,
ছোটলোক সব তফাৎ যা,
"পরিবর্তন" আসছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন