রবিবার, ৮ নভেম্বর, ২০০৯

রক্তে ভেজা মাষ্টারমশাই কে... ~ সাস্বতী

"সকাল থেকে হাজারটা কাজ, হাজারটা ঝঞ্ঝাট,
দুধ জোটেনি, কাঁদছে ছেলে, হাজারটা বিভ্রাট
তেলের চালের আগুনে দাম, নুন খাই না পান্তা
বরটা বলে নীতির কথা, হয়েছে সবজান্তা"
সংসারের এই টানাপোড়েন লক্ষী ভাবে বসে
জীবনটা তো গেল ভেসে, শুধুই কপাল দোষে

লক্ষীর বর ভুবন তখন ব্যাস্ত অন্য কাজে
দিনবদলের স্বপ্ন দেখেন স্কুলপড়ুয়াদের মাঝে
ইতিহাসের বইয়ের ভাঁজে, ভবিষ্যতের পাতায়
ছেলের দল বিভোর তখন ভুবন স্যারের কথায়

হঠাৎ তুমুল রে রে আওয়াজ, ক্লাস ঘরেতে হইচই
"সিপিএমের দালাল শালা ভুবন স্যারটা কই?"
ছেলের দল মূক ও বধির, অচেনা এই ছবি
যা না লেখার কবিতাতে, লিখছি সেই সবই

রক্তে ভাসেন ভুবন বাবু, রক্তে ভাসে যুক্তি
মাওবাদী দল মানুষ মেরেই আনবে নাকি মুক্তি
মানুষ মারা মুক্তি দিয়েই বদলে দেবে গান?
হেই সামালো! হও হুশিয়ার! অসত্য খান খান

দিনবদলের স্বপ্ন দেখা আগুনটা জ্বলবেই
শেষ কথাটা খেটে খাওয়া মানুষ বলবেই

1 টি মন্তব্য: