বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০০৯

আমাদের মহাজোট ~ অনামিকা

আমাদের মহাজোট দল ঝাঁকে ঝাঁকে,
ভোটের গাজন এলে, তারা জেগে থাকে
ভোট ঘোষণার পর, পড়ে যায় সাড়া
কাকে সিট, কাকে ইঁট...লাইন দিয়ে দাঁড়া!
কে বলেছে নীতি নেই? নীতি একটাই...
যেন তেন প্রকারেণ, গদি পাওয়া চাই
পশ্চিমবাংলাকে বাঁধো অবরোধে
মানুষ নাকাল হোক, কাঠফাটা রোদে
বাংলা টুকরো হোক, তাতে নেই ক্ষতি...
অনুরাধা প্রভাসের আছে সম্মতি
সাথে আছে ইদ্রিশ, আছে তসলিমা
বাঘ গরু একই ঘাটে...আহা কি মহিমা!
বিমল গুরুং ভাই লালগড়ে যায়!
সিপিএম খুন হবে আয়, জোটে আয়!
সংস্কৃতি ফ্রন্ট খোলা ভারি ...দিল খোস...
স্থবির কবীর আর সুশীল মুখোশ!
আমাদের মহাজোট, রোজই কমে বাড়ে
কারুর সে হাত ধরে কারও হাত ছাড়ে!
লাগাতার শয়তানি গোপালদাদার...
গিঁট তবু খুলছেনা, ভোটের ধাঁধার!
এই পোড়া বাংলায় ন্যূণতম কাজ...
হলে বাড়ে আমাদের কপালের ভাঁজ!
প্রণবটা কি ভীষণ বিভীষণ দাদা,
শিলান্যাসের নামে ছুঁড়ে দেয় কাদা!
যাই হোক নয়াচর রাস্তা বা সেতু...
ভাঙ্গবো, আগের ভোটে হেরেছি যেহেতু
এই ডুবো জাহাজের ক্যাপ্টেন নিমো
...কে জানিস? এই আমি... “তৃণ-সুপ্রিমো”!

৩টি মন্তব্য: