মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০০৯

শব্দ কল্প দ্রুম ~ অনামিকা

ঠাস ঠাস দ্রুম দ্রুম শুনে লাগে খটকা।
ম্যাসকট, তাই বল, আমি ভাবি পটকা!
খ্যাঁশ খ্যাঁশ ঘ্যাঁচ ঘ্যাঁচ, গলা কাটে কই রে...
দুড়দাড় চুরমার তৃণমূল ওই রে!
শাঁই শাঁই পাইপগান, ভয়ে কান বন্ধ...
রাস্তা কাটছে, তাই রক্তের গন্ধ!
হুড় মুড় ধুপ ধাপ...ও কি শুনি ভাই রে!
মানুষের বডি পড়ে, যেওনাকো বাইরে।
গদি নেই কতকাল, কত ব্যথা বাজেরে!
ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝেরে!
হৈ হৈ মার মার বাপ বাপ চিৎকার!
ঘাসফুল ফোটাচ্ছে। সরে পড় এইবার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন