বুধবার, ১ এপ্রিল, ২০০৯

রক্ত থামার পর ~ দেব সরকার

রক্ত থামার পর
নৈরাজ্যের ধান ছিটকে আসুক
এ দলীয় বুকে...
বেলমুড়ি স্বাক্ষ্য হয়ে থাক
কেরোসিনের দাহ্য নিয়তিতে,
ক্ষত সামলে চিহ্নিত আমি
প্রমাণ দেবো না -
কোনো গৃহবধুর কালো ঘা!
প্রমাণ দেবো না
কোনো আশৈশব জ্বলতে থাকা চারটে বছর!

আমার গর্ভের ভ্রূণ গর্ভে বাঁচেনা
আক্রমণ...
আক্রান্ত...
সাধুবাদের স্বপ্নে চান করি দুটো প্রাণ
আগুনে,
আগুনে...

ওদের কালো হাত প্রতিশ্রুতি দেবে!
ঈশ্বরের পতাকা ছেড়ে বলতে হবে -
"মোগো আশ্রয় শয়তানের ঘরে!"
না... না... কখনোই নয়...
হয়তো জীবনের সম্ভ্রান্ত ফুল ঝরে যাবে
ঝরণার মত নেবে যাবে রক্তিম ছায়াপথ,
তবুও শহীদ হতে চাই প্রতিদিন
কারণ -
পোড়া... পোড়া... আধপোড়া চামড়া ফেটে
চিতিয়ে ওঠা রক্তের রঙ -
"মোগো পতাকার সাথে মেলে..."

তাই চিরকাল বাঁচো তুমি আমার স্বরাজ
বামের প্রতিনিধি হয়ে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন