বয়সটা কম। প্রাজ্ঞতা নেই। ছত্তিরিশ বা সাঁইতিরিশ।
মনের ভেতর জ্বলছে আগুন, রাস্তাতে তুই তাই ফিরিস।
তুই কি পাগল? অ্যাম্বিশনের... আদৌ কি নেই ইচ্ছে তা?
সময় এখন গুছিয়ে নেবার, সবাই দিব্যি নিচ্ছে তা।
টেম্পারেচার চল্লিশ। তার গাল কপালে বইছে ঘাম।
তার মধ্যেই ঘুরছে মেয়ে। কখন নেবে সে বিশ্রাম?
ওদের তৈরি সিণ্ডিকেট আর ওদের আছে দাঙ্গা বিষ!
ভয় করে না? ওই যে ওরা... কীসের জোরে পাঙ্গা নিস?
মুখের ওপর তর্ক করিস, বড়ই দেখছি সাহস তোর।
খেলার ছলেই মুছতে পারে। সেই খেলা স্রেফ বাঁ হস্তর।
প্রশ্ন করলে অভয় শোনাস। কোথায় কারা শুধছে ঋণ!
তোর পাহারায় শুনছি হাজার চোখ জেগে রয় রাত্রিদিন।
সবার চোখের মণির মতন। সবার আশার ফুল কি তুই?
হয় তো ঠিকই। এই রাত্রির তিমির বিনাশ ফুলকি তুই।
আমার কন্যা পিনাকপাণি। ওই জনতাই পিনাক কি?
বাবার চিন্তা মানতে চায় না! সাবধানে থাক্ মীনাক্ষী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন