- আপনি গাঁজা খান স্যার?
- কেন তোর আপত্তি আছে?
- কেন তোর আপত্তি আছে?
- না স্যার, আমার আর আপত্তি থাকার কি আছে? তবে বড় বিচ্ছিরি গন্ধ
- তুই আমার ছাত্রী, তোর বলার একটা রাইট তো আছেই। তবে সে সময় এখন নয়
- বকলেন?
- মোটেই না। রাত ১২ টার পর ছাত্রীদের বকতে নেই
- খিক খিক …… আপনার নেশা হয়েছে।
- হয়েছে, তবে গাঁজার নয়। ঝিম ধরা মধ্যরাতের নেশা। গাঁজার থেকে অনেক স্ট্রং
- আপনাকে অদ্ভুত লাগে স্যার। মাঝে মাঝে আপনার কথা কিছু বুঝতে পারিনা
- তাহলে রাত তিনটের সময় না ঘুমিয়ে বাংলার প্রোফেসরের পাশে বালির ওপর বসে আছিস কেন?
- ভাল লাগছে স্যার। কি সুন্দর ! শহরের ভিড়ভাট্টা নেই, আওয়াজ নেই, হুড়োহুড়ি নেই…
- হুঁ সবাই সেটাই বলে বটে
- আপনি কতজনের সঙ্গে এরকম বসে থেকেছেন স্যার মাঝ রাতে , সমুদ্রের ধারে?
- বেশী না, তবে হাঁটুর বয়সি কারুর সঙ্গে এই প্রথম
- আপনার হাঁটুর বয়স কত ?
- ডেঁপোমি করিসনা
- এতই যদি ইয়ে আমি , তো কেন বসে আছেন আমার সঙ্গে? আমি যাই ঘুমোতে। এখনো কেউ কেন নোটিশ করেনি আমি বাইরে, সেটাই বুঝতে পারছিনা
- বোস
- কেন?
- আমি বলেছি বলে
- আপনি বলেছেন তাই বসব?
- তোদের ম্যাডাম নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এখন। ঢুকতে গেলে উঠে পড়ে ঝামেলা করবে
- ও । ম্যাডাম ঝামেলা করবে বলে বসতে বললেন?
- এত বক বক করিস কেন বল তো?
- আমি যাচ্ছি
- বোস।
- কেন?
- তুই থাকলে ভাল লাগে।
- কেমন ভাল? আমি কে?
- তুই আমার ছাত্রী। তোর সঙ্গ আমার ভাল লাগে।
- হেঁয়ালী ছাড়ুন
- মন দিয়ে শোন। মেয়েদের একটা সহজাত বোধ থাকে, যেটা দিয়ে তারা পুরুষকে বুঝে নিতে পারে … আর …
- আর?
- জেন্টলম্যানরা জানে তাদের কোথায় থামা উচিত
- আপনি জেন্টলম্যান?
- অন্ততঃ হবার ইচ্ছেটা রাখি
- যদি না হতে পারেন? না হতে চান?
- নষ্ট হয়ে যাবে রে, সব নষ্ট হয়ে যাবে…
- কি নষ্ট হবে স্যার?
- ওই দেখ, ঐ দিকে দেখছিস? আকাশ ফর্সা হচ্ছে একটু একটু করে… রঙ ধরছে?
- ও মা … কি সুন্দর স্যার? রঙটা দেখছেন? কি অপূর্ব !! উফ আমি কখনো দেখিনি স্যার!! দারুন
- নিজের লিমিট না জানলে, এই “দারুন” এর স্মৃতিটাই তেতো হয়ে যাবে। বুঝলি পাগলি? সব সুন্দরকে ধরতে যেতে নেই…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন