বুধবার, ১ এপ্রিল, ২০১৫

বোকাদিন ~ তিতলী রায়চৌধুরী

​বোকা হয়ে জন্মেছি, বোকা দেশে বাস,
ভর্তুকি দিয়ে হয় বোকাদের চাষ।
ইস্কুলে ও কলেজে বোকা সিলেবাস,
কাগজে টিভিতে চলে বোকামির ক্লাস।
জনতার বুদ্ধি, সরকারি দাস,
শুধু এপ্রিল কেন, বোকা বারোমাস!

ভোট নিয়ে সরকার বানাচ্ছে বোকা;
ব্যাঙ্ক নেবে ই এম আই, দরজায় টোকা;
বাবাজী গুরুজী দেয় মাদুলির ধোঁকা;
চিটফান্ড নিয়ে যায় নোট থোকা থোকা;
চালে ডালে কেমিক্যাল, সবজিতে পোকা;
ছড়া লিখে কার্টুন এঁকে জেলে গিয়ে ঢোকা;
সব ঝেড়ে বড় হয় মন্ত্রীর খোকা;
জনগণ আজীবন বনে যায় বোকা!
পুনশ্চ,
বারোমাস বোকা হয়ে গুণছি মাসুল,
আর কেউ কী বানাবে এপ্রিল ফুল ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন