দুষ্টু তিনু (সম্পুর্ণ নির্দোষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রচনা; শ্রী যোগীন্দ্রনাথ সরকারের কবিতা অবলম্বনে)
গড় গড় ঘড় ঘড় চৌত্রিশ সাল
তিন লাফে এল তিনু বদলাতে হাল।
ফাঁকি দিয়ে ট্যাঁকি ভরা এই তার কাজ;
মনে ভাবে, ভারি মজা করিবে সে আজ।
চেপেচুপে বসে তিনু হয়ে গদিয়ান,
কিছুদিন পরে তার স্বরূপ দেখান।
ছড়িগাছা ল'য়ে সিবিয়াই ঘাড়ে চড়ে,
মনে মনে হাসে তিনু, ভয় নাই ধড়ে।
হামা দিয়া সিবিয়াই গুটি গুটি যায়,
ঝুপ করে নেমে তিনু ঢুকিল ডেলোয়।
হেঁট হয়ে সিবিয়াই দেখে চারি ধার,
কোথা গেল তিনুগুলো, খোঁজ মেলা ভার!
রেগে জ্ব'লে জনগণ থর থর কাঁপে,
তিনু গুলো তর্ তর্ গদি 'পরে চাপে।
সিবিয়াই ভ্যাবাচ্যাকা, সারা গায়ে ঘাম,
মহা খুশি তিনুগুলো ধরিল লাগাম!
তারপরে গেল গোটা রাজ্য চুলোতে,
টাকা, সম্মান সব লুটোল ধুলোতে!
তিন লাফে এল তিনু বদলাতে হাল।
ফাঁকি দিয়ে ট্যাঁকি ভরা এই তার কাজ;
মনে ভাবে, ভারি মজা করিবে সে আজ।
চেপেচুপে বসে তিনু হয়ে গদিয়ান,
কিছুদিন পরে তার স্বরূপ দেখান।
ছড়িগাছা ল'য়ে সিবিয়াই ঘাড়ে চড়ে,
মনে মনে হাসে তিনু, ভয় নাই ধড়ে।
হামা দিয়া সিবিয়াই গুটি গুটি যায়,
ঝুপ করে নেমে তিনু ঢুকিল ডেলোয়।
হেঁট হয়ে সিবিয়াই দেখে চারি ধার,
কোথা গেল তিনুগুলো, খোঁজ মেলা ভার!
রেগে জ্ব'লে জনগণ থর থর কাঁপে,
তিনু গুলো তর্ তর্ গদি 'পরে চাপে।
সিবিয়াই ভ্যাবাচ্যাকা, সারা গায়ে ঘাম,
মহা খুশি তিনুগুলো ধরিল লাগাম!
তারপরে গেল গোটা রাজ্য চুলোতে,
টাকা, সম্মান সব লুটোল ধুলোতে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন