বুধবার, ২ অক্টোবর, ২০১৩

কামদুনি ~ অনামিকা মিত্র

আড়াল করে মারলে তো, তাই ফোকাস নেই।
আবার যখন মারবে …মেরো প্রকাশ্যেই।

কামড়ে ছিঁড়ে… আমায় চিরে, মারার পর
পাড়ায় সেঁধোয় তোমার পোষা গুপ্তচর।

তার কায়দায় এখন টিভির খবর হয়,
সস্তা চাল আর চাকরি এবং অন্ত্যোদয়।

ভয় আর লোভের দাপট ভোলায় আমার নাম।
থাকলে বেঁচে মা ভাইদেরকে কি বলতাম!

হয়তো ওরাও গোপন গুহার কোণ খুঁজে
কান্নাশব্দ লুকিয়ে ফেলছে চোখ বুজে।

যখন বোকার মিছিল নয়া লন্ডনে
চালাক তুমি ব্যস্ত সে' প্যাঁচ খণ্ডনে।

ভাঙনখেলার নিয়ম মেনে ঘটল তা'ই
যেমন খেলা জানত কেবল বৃটিশরাই।

আমার সে' প্রাণ উধাও… ভয়ে তাও কাঁদি।
মাস্টার আর বন্ধুরা সব মাওবাদী!

বিপদ ঘটবে জেনেও ওরা খুব চেঁচায়। 
লোক জুটিয়ে আমার খুনের বিচার চায়।

কীসের বিচার? যাক বেঁচে যাক সব খুনি!
আমার প্রাণের মূল্যে বাঁচুক কামদুনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন