শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩

​​খিদে ~ অমিতাভ প্রামাণিক

​​
বিকেল চারটে হ'লে
আজকাল খিদে পায় আমার
কেমন এক ঝিমধরা খিদে খিদে ভাব।

সকালে ওঠার তাড়া থাকে
মুখ ধুয়ে স্নান করে অফিসে বেরোনো
দেরী হলে বাস মিস, মানে লাল দাগ।
অফিসে কাজের চাপ
বড় বস মেজ বস সেজ-ছোট চুনোপুঁটিদের
অহরহ কথা শুনে শুধু ঘষে যাওয়া।
দুপুর ঘনিয়ে এলে নাকে মুখে গুঁজে ফের
ফাইলে প্রবেশ।
সন্ধ্যেয় ঘরে ফিরি, তার একটা তাড়া আছে
বাসে ঘন ভিড়।
বাড়ি ফিরে বৌয়ের পাঁচালি
ছেলেমেয়েদের ঘ্যানঘ্যান
মাসের মেন্টেন্যান্স, টেলিফোন বিল
এটা ওটা সাত-সতেরোশো।
টিভিতে সারেগামাপা দাদাগিরি বিগবস
হতে হতে ঘুমের প্রবেশ।

শুধু বেলা চারটেয় এইসব থাকে না আমার।
তাই রোজ খিদে পায়
বিচিত্র খিদে খিদে ভাব।

১৩ সেপ্টেম্বর ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন