রাস্তা মোড়ে মোড়ে মদের ঠেক,
রঙ ও বেরঙের জয় নিশান।
একলা মেয়ে দ্যাখো ঘর ফেরে।
পুরুষ দণ্ডতে দাওনি শান?
দখল করো ওকে নির্দ্বিধায়,
রাষ্ট্র পাশে আছে, ভয় কী? যাও।।
ও কারও কন্যা বা ভগ্নী নয়।
ও মেয়ে নয় কারও সে প্রেমিকাও।
পাবে না ভালোবাসা মেয়েবেলায়।
মেয়েরা শুধু হবে ভোগদখল।
পুরাণকাল থেকে এক নিয়ম।
তেমনই বলে গেছে মনু সকল।
এ' গণতন্ত্রেরও সেই নিয়ম।
ভোটের মানে স্রেফ মুখ বদল।
মেয়েটা মরে গেলে তর্ক হোক,
খুনিরা তোর না কী আমার দল?
রঙ ও বেরঙের জয় নিশান।
একলা মেয়ে দ্যাখো ঘর ফেরে।
পুরুষ দণ্ডতে দাওনি শান?
দখল করো ওকে নির্দ্বিধায়,
রাষ্ট্র পাশে আছে, ভয় কী? যাও।।
ও কারও কন্যা বা ভগ্নী নয়।
ও মেয়ে নয় কারও সে প্রেমিকাও।
পাবে না ভালোবাসা মেয়েবেলায়।
মেয়েরা শুধু হবে ভোগদখল।
পুরাণকাল থেকে এক নিয়ম।
তেমনই বলে গেছে মনু সকল।
এ' গণতন্ত্রেরও সেই নিয়ম।
ভোটের মানে স্রেফ মুখ বদল।
মেয়েটা মরে গেলে তর্ক হোক,
খুনিরা তোর না কী আমার দল?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন