একে চন্দর, দুয়ে পক্ষ, তিনে নেত্তর, চার
চালের ফুটোয় বিষ্টি অঝোর, সপসপে সংসার
এই এক পল, এই দুই পল, এই তিন পল, প'হর
কেউ যদি যায়, আর ফেরে না, সবাইকে খায় শহর
এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, দিন
গরম যেমন তেমনই শীত, কই আসে আশ্বিন?
এক আশ্বিন, দুই আশ্বিন, তিন আশ্বিন মাস
নদীর জলে মুখ ভেসে যায়, চরায় শুকায় কাশ
এক মাস যায়, দুই মাস যায়, তিন মাস যায়, বছর
সবাই বলে এবার হবে, হয় না সচরাচর
একটা বছর, দুটো বছর, তিনটে বছর কাল
কপালে ভাঁজ বেড়েই চলে, শরীলটা কঙ্কাল
এক ভোট যায়, দুই ভোট যায়, তিন ভোট যায়, চার
ওদেরকে যে জেতাই, তবু ভাগ্যে জোটে মার
এক বাংলা, দুই বাংলা, জয় বাংলার বাঘ
আমার তো দিন ফুরিয়ে এল, এবার তোরা জাগ
৪ জুন, ২০১৩
চালের ফুটোয় বিষ্টি অঝোর, সপসপে সংসার
এই এক পল, এই দুই পল, এই তিন পল, প'হর
কেউ যদি যায়, আর ফেরে না, সবাইকে খায় শহর
এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, দিন
গরম যেমন তেমনই শীত, কই আসে আশ্বিন?
এক আশ্বিন, দুই আশ্বিন, তিন আশ্বিন মাস
নদীর জলে মুখ ভেসে যায়, চরায় শুকায় কাশ
এক মাস যায়, দুই মাস যায়, তিন মাস যায়, বছর
সবাই বলে এবার হবে, হয় না সচরাচর
একটা বছর, দুটো বছর, তিনটে বছর কাল
কপালে ভাঁজ বেড়েই চলে, শরীলটা কঙ্কাল
এক ভোট যায়, দুই ভোট যায়, তিন ভোট যায়, চার
ওদেরকে যে জেতাই, তবু ভাগ্যে জোটে মার
এক বাংলা, দুই বাংলা, জয় বাংলার বাঘ
আমার তো দিন ফুরিয়ে এল, এবার তোরা জাগ
৪ জুন, ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন