শনি রবি ছেড়ে মান্ডে,
টাকা ঢেলে চিটফাণ্ডে
ভাবি জমি পাবো, চীপ তো,
বলেছিলেন সুদীপ্ত।
পালালো কোথা সে হারামি?
সব পথে বসে, আর আমি
'পোতিদিন'-এ গিয়ে, ও হরি –
দেখি কাগজটা তো ওনারই!
মা সারদা, এ কী শুনালে!
গিয়ে ঠেকি আমি কুণালে!
সিইও না তো সে, কর্মী!
ঘাসের শিকড়ধর্মী।
জমি থেকে চোষে রস সে,
ঘি ঢালেনা কভু ভস্মে।
আগুন জ্বালিয়ে রাজ্যে
যায় সে তো রোজ বাহ্যে।
শির'পরে যদি শিকড়ই
এখন যে আমি কী করি!
উঠে দাঁড়াও হে, বোসো না,
টাকা পাবে, হল ঘোষণা।
ভানুমতী খেল, দ্যাখ্ শো –
টাকা জোগাবেন ট্যাক্সো!
বিড়িতে বাড়ছে শুল্ক,
ঘ্যাঁস ঘ্যাঁস পাছা চুল্কো!
দ্যাখা দে মা, ও মা সারদে –
পুরে দে পাগলাগারদে।
২৫শে এপ্রিল, ২০১৩
টাকা ঢেলে চিটফাণ্ডে
ভাবি জমি পাবো, চীপ তো,
বলেছিলেন সুদীপ্ত।
পালালো কোথা সে হারামি?
সব পথে বসে, আর আমি
'পোতিদিন'-এ গিয়ে, ও হরি –
দেখি কাগজটা তো ওনারই!
মা সারদা, এ কী শুনালে!
গিয়ে ঠেকি আমি কুণালে!
সিইও না তো সে, কর্মী!
ঘাসের শিকড়ধর্মী।
জমি থেকে চোষে রস সে,
ঘি ঢালেনা কভু ভস্মে।
আগুন জ্বালিয়ে রাজ্যে
যায় সে তো রোজ বাহ্যে।
শির'পরে যদি শিকড়ই
এখন যে আমি কী করি!
উঠে দাঁড়াও হে, বোসো না,
টাকা পাবে, হল ঘোষণা।
ভানুমতী খেল, দ্যাখ্ শো –
টাকা জোগাবেন ট্যাক্সো!
বিড়িতে বাড়ছে শুল্ক,
ঘ্যাঁস ঘ্যাঁস পাছা চুল্কো!
দ্যাখা দে মা, ও মা সারদে –
পুরে দে পাগলাগারদে।
২৫শে এপ্রিল, ২০১৩
বঙ্গরঙ্গ ভাল লেগেছে ।
উত্তরমুছুন