অসময়ে সময় হোল?
আর তিন দিন না হয় কেঁচো হয়ে, ঘৃণা হয়ে
দেনা হয়ে, মরা হয়ে
এ জীবন
যেতো কি যেতো না ভেবে না ভেবে
দেশের দশের হাজার বা কোটির বাপ
হে রাম! কত পাপ! ভেসে যেতো।
ঈশ্বরীর উঠনে, এঁদো, বোজা,
পচা, আবহমান, নালা বয়ে।
জানতেন না কি শহিদের পবিত্র কাল
এলো বলে ঠিক তিন দিন পর
তিন বিঘা বারো কাঠা ঁভূতনাথ পাল।
আগুনখেকো কবি, কবিতা, ও কন্যার পাপ
ধুয়ে বয়ে চলা উঠনের পবিত্র পচা নালা,
ফড়েদের নিও-লিবারেল লালা, শান্তির জল, ফলিডল
লাইনেই ছিলাম বাপ।
না বাপুজী বোধয়।
ঁধনা টুডু, ঁহরিদাস রত্ন, ঁকেনারামরাও লাইন দিয়ে
চন্দ্রবিন্দু হয়।
৩০/০১/২০১২
৩০/০১/২০১২
awsa...
উত্তরমুছুনEk kothai redefined Bangla modern Kobita … besh ko ek bar porlam , adbhut sundor bhabe bojhano ..anyway ..aro lekho …
উত্তরমুছুন