মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

মন ও মৌনতা ~ সোম সরকার


অনেকটা পথ পেরিয়েও
স্তব্ধ সময়
পেছন ফিরে দেখি
কাল আর আজ দুটো দিন
বেদনা সাজানো আশ্রয়

মীমাংসিত হাহাকার
অবহেলিত জীবন
তুমি আছো? কি তুমি নেই?
টলমল…অস্থির
এ সময়ই আমার….আজীবন

কষ্ট পেতে,..কষ্টই চেয়েছি
যেন অবিরাম তোমাকে পাওয়া
ঘর বাঁধা হবে,
এক চিলতে সরু সুখ লুকোতে
কালিমার আলো….আগুণ নেভানো ধোঁয়া

আজ পথ আলাদা
জন ভীড়ে অভিমানী একলা
আমি শুধু হাঁটি আজ
ওলি গলি শহর থেকে শহরতলি
পাল্টেছে.. পরিবর্তন?
নাকি আর্তনাদ…সারাবেলা

যখন আমি কাঁদি
আহ্লাদিত অশ্রু গুলি ধূলো মাখে
তখন যদি হাত বাড়িয়ে বলো…আছি
নিমিষে সুখ হতে পারি সকল পূর্ণতাকে ছুঁয়ে
যেমন রোজ ভুলি তোমাকে কাল মনে করবো বলে

আমি পথ খুঁজি
যদি পাই এই নিদারুন যুদ্ধ থেকে ছুটি
আমার যুদ্ধে স্লোগান নীরব
ঝাপসা…নষ্ট কষ্ট
যে স্বপ্নই দেখবো ভাবি
নয় প্রথমবার..নয় তা আমার
তবুও আর একটা দিন,
আর একটা রাত…আমি এমনি করেই চলি…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন