আমি দেখেছি মানুষটাকে রাত্রের অন্ধকারে একা ঘরে
ইজি-চেয়ার এ হেলান দিয়ে শুয়ে, মুখে ছিলো জ্বলন্ত সিগেরেট, হাতে মদের পেয়ালা -
চিন্তায় অসার !!!!!
ঠিক তখনি কে যেন বলে ওঠে :
(হয়ত ব্যঙ্গ করে)
"ওহে! মধ্যবিত্ত কেমন আছো?"
ইজি-চেয়ার এ হেলান দিয়ে শুয়ে, মুখে ছিলো জ্বলন্ত সিগেরেট, হাতে মদের পেয়ালা -
চিন্তায় অসার !!!!!
ঠিক তখনি কে যেন বলে ওঠে :
(হয়ত ব্যঙ্গ করে)
"ওহে! মধ্যবিত্ত কেমন আছো?"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন