সাতসকালে তে-মাথার মোড়ে
দু বাহু তুলে পাগলটা নৃত্য করে
---হাঃ হাঃ হাঃ
পুকুর নয় দিঘীও নয়
সাগর হয়েছে চুরি
আকাশ করেছে চুরি সাগর
দ্যাখো গিয়ে
সাগরে ঢেউ নেই একটিও---
পাগলের কথায় ফুটপাথের সব্জীউলি ফুটকাটে-
ওরে ও বেস্পতি শুনিছিস ?
হে হে হে , শোন শোন কথা শোন
ওলো, সাগর নাকি হইয়েছে চুরি?
সব্জীউলির টিপ্পনীতে বেস্পতি'তো বটেই
বেবাক পথচারীর খ্যাক খ্যাক হাসি
সম্যক অর্থ উপলব্ধকারীর অধিকাংশ
পুকুর চুরিতে এতকাল যারা অভ্যস্ত
সাগর চুরিতে তারা যথারীতি নিস্পৃহ
শুধু, মুষ্টিমেয় কিছু মানুষের চোয়াল হয় শক্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন