সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ইনসাফ ব্রিগেড ~ অবিন দত্তগুপ্ত

সাংবাদিক - জমায়েত দেখে খুশি তো মীনাক্ষী?
মীনাক্ষী - সংখ্যার থেকেও বেশি খুশি মেজাজ দেখে।
সাংবাদিক - শুধু মেজাজ দিয়ে হয় নাকি। সংখ্যা কি বেশি গুরুত্বপূর্ন নয়?
মীনাক্ষী - একেবারেই না। কিউবার বিপ্লব শুরু হয়েছিল ৫০ জনের থেকেও কম লোক নিয়ে। কিন্তু মেজাজটা ছিল। 
সাংবাদিক - সেই মেজাজটা দেখলেন?
মীনাক্ষী - কুচবিহার থেকেই দেখছি। আজকে সারা মাঠ জুড়ে সেই মেজাজকেই দেখলাম।

এটা মেজাজ অথবা সংখ্যা, এসব কিছুই নয়। ভবিষ্যতের ছবি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন