আর কার কার কাছে মাথা নীচু করতে হবে বলো
তালিকা তৈরি হোক এক ... দুই ... তিন ... চার ... পাঁচ ...
কোন মৃতদেহ দেখে, না দেখার চারু ভান করে
সযত্নে পালাতে হবে। দোষনীয় কাদের ছোঁয়াচ!
কোন মন্ত্র উচ্চারণ নিষিদ্ধ ... থাকব নীরবে
তোমার নির্দেশ পেলে ঠিক কোন গান গাইতে হবে।
বলো হে সমস্ত বলো, মুঠোভরা আছে কত ভয়?
বর্তমান জেনে নিক ভবিষ্যৎ কত অনিশ্চয়!
মানচিত্রে এঁকে দাও এ স্বদেশ কতটা প্রবাস।
তবে না শাসক তুমি। তবেই না আমি ক্রীতদাস!
একটাই "কিন্তু" আছে এই গল্পে, সেটা তুমি জানো
তোমার এই রাজ্যপাট, ক্ষমতায় সাজানো গোছানো
সমস্ত অর্থহীন, যদি আমি এ'খানে না থাকি ...
গণতন্ত্র বলে দাও, আর কত খাজনা দেওয়া বাকি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন