সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

পার্টি লাইন ~ অভিজিৎ চন্দ

কংগ্রেসের সঙ্গে কমিউনিস্টদের নির্বাচনী সমঝোতা হলে অচিরেই আকাশ লাল হয়ে উঠবে,
কেউ বলছেন পূব
কারোর মত পশ্চিম......

মধ্য চল্লিশের যুবক শামসুর সূর্যোদয় সূর্যাস্তের ইশারা চেনে, কারন মাঝের সময়টুকু সে যে মাটি কামড়ে পড়ে থাকে, স্রেফ টিঁকে থাকার লক্ষে।
ওর জীবনে বিজয় আর বিপর্যয় হাত ধরাধরি চলে.........

পার্টিকংগ্রেসে লাইন ঠিক হবে। ঠিক হবে ওরা দুজন, মানে পার্টি আর কংগ্রেস একসাথে থাকবে কি না।
যা দিনকাল...... ভিনধর্মের দুজন খোলা রাস্তায় হাত ধরে চলাই কঠিন......

মেদিনীপুরের একদা মাওবাদপ্রবণ গ্রামে সনাতন মাইতি স্কুলের দাওয়ায় প্রজাতন্ত্র দিবসের পতাকা তোলেন, ছাত্রদের লাইন ঠিক করেন আর আশৈশবলালিত অভ্যাসমত চিৎকার করেন,
এই দিন দেশের সংবিধান চালু হয়েছিল, তাকে আমাদের বুক দিয়ে রক্ষা করতে হবে......

সর্দার মুখ টিপে হাসে, যন্ত্রগণক একাগ্রচিত্তে মাথা গুণে যায়,
৬৯ এর ঙ
৪৭ এর ফ
৫৫ এর জ.........(য়)
৩১ এর ল..........(য়).....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন