(অর্পিতার জন্য )
কী উন্মত্ত ক্রূর ও হিংস্র গর্বে
ওরা লাথি মারে মায়ের আর্ত গর্ভে
আর্ত ? নয় তো ! সম্ভাবনার ছিল ভ্রূণ
পিশাচেরা তাকে ভয় পেয়েছিল নিদারুন
যদি সেই ভ্রূণ জন্মেই হয় যোদ্ধা !
মানুষের মতো যদি গড়ে ওঠে বোধ তার
যদি বেড়ে ওঠে ক্রমাগত তার মান হুশ
অঙ্কুর হয়ে ওঠে যদি তার অঙ্কুশ ?
তাই ওরা ভয় পেয়ে গেছে অনাগতকে
দেশ ভরে গেছে নৃশংস যত ঘাতকে
কিন্তু শতেক মায়ের লুকোনো গর্ভ
সম্ভাবনাকে করেনি বন্ধু খর্ব
জন্ম নিচ্ছে লড়াকু হাজারো সন্তান
জন্মেই তার শিরদাড়া এত টানটান
আমরা বাচছি তাদের গভীর আশাতে
জন্মেই তার চিত্কারে, তার ভাষাতে
শুনছি আমরা ভবিষ্যতের আহ্বান
শুনছি আমরা শেকল ভাঙ্গার সেই গান
জন্মাও ওহে অনাগত , তোর জন্য
ওগো মা, কাতর, --- তাহলেও তুমি ধন্য
জন্মের আগে শহীদ হয়েছে যে জাতক
তার সংগ্রামে পিশাচেরা হবে পলাতক
ওরে হানাদার, দেশ থেকে তোকে তাড়াতে
মায়ের গর্ভ জেগে আছে রুখে দাড়াতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন