বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

কাশ্মীর ও দীন নাথ ~ সমুদ্র সেনগুপ্ত

"১৯৩২ সালে আমি কাশ্মীরি পন্ডিত আন্দোলনের সাথে যুক্ত হই। ভগত সিং আমাকে খুব প্রভাবিত করেছিলেন। ওনাকে যখন হত্যা করা হয়, শোকে দুঃখে আমরা বেশ কয়েকদিন কোনো খাবার মুখে তুলতে পারিনি। এক টুকরো কাগজে লেনিন এর নামে উচ্ছসিত প্রশংসা করে কয়েকটি লাইন লিখে কাগজটা একটি বোতল বোমার ভেতরে ঢুকিয়ে দি। বোতল বোমাটা এস পি কলেজের লাইব্রেরির বাইরে রাখা ছিল। কয়েকজন ছাত্র সেটা দেখতে পেয়ে হল্লা শুরু করে যদিও বোমাটা ফাটেনি। মিস্টার ম্যাকডারমট, প্রিন্সিপাল পুলিশে খবর দেন"

সেদিনের সেই কাশ্মীরি পন্ডিত বিপ্লবী ছাত্র দিন নাথ পরবর্তী কালে নাদিম ছদ্মনামে কবিতা লিখতে শুরু করে বিখ্যাত হয়ে ওঠেন। (১৯১৬-১৯৮৮)। বাম শিক্ষক সংগঠনের নেতৃত্ব দেন উপত্যকার মাটিতে।

সাহিত্য একাডেমি পুরষ্কার প্রাপ্ত এই কবি ও লেখক এর একটি প্রাসঙ্গিক কবিতা আজ এই অদ্ভুত সময়ে - 

bi g'avi ni az su nagmi kanh 
ti k'azi az - ti k'azi az 
be vayi jayi jayi tapi krayi zan 
b'ehi zag h'ath 
karan chi ayi grayi yuth tsalan 
yi m'on bag h'ath...

I will not sing today, 
I will not sing 
of roses and of bulbuls 
of irises and hyacinths 
I will not sing 
Those drunken and ravishing 
Dulcet and sleepy-eyed songs. 
No more such songs for me ! 
I will not sing those songs today. 
Dust clouds of war have robbed the 
iris of her hue, 
The bulbul lies silenced by the 
thunderous roar of guns, 
Chains are all a-jingle in the 
haunts of hyacinths. 
A haze has blinded lightning's eyes, 
Hill and mountain lie crouched in fear, 
And black death 
Holds all cloud tops in its embrace,
I will not sing today 
For the wily warmonger with loins girt 
Lies in ambush for my land.

"আজ আর গাইবো না,
আজ আর গাইবো না গোলাপ আর বুলবুলের গান।
বন্দুকের গর্জনে বুলবুলের গান স্তব্ধ।
......
কোমর বন্ধ শক্ত করে এঁটে যুদ্ধবাজ রা আমার দেশের মাটিতে ওত পেতে বসেছে।
আজ আর গাইবো না।"

কবিরা সত্যদ্রষ্টা হ'ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন