সিঙ্গুরে যার দহন দেখে চমকেছিলে
আমিই আবার দগ্ধ হলাম গড়বেতাতে
নাই বা গেলে আমার জন্য আজ মিছিলে,
অন্যে গেলে, কেনই বা রাগ করবে তাতে?
মৌলবাদের সঙ্গে তোমার গট আপ খেলা
মুখোস পড়া শকুনপ্রতিম ভোটশিকারি।
কুমিরকান্না কাঁদছ না কই, আমার বেলা?
নজর শুধুই রাজতখতের দখলদারি?
সাংবাদিক আজ দারুণ বাধ্য টাকার জোরে
তোমার হাতেও খুব অকৃপণ টাকার থলি
উন্নয়নের জ্বলছে টুনি গ্রাম-শহরে
আগুননদীর খাত ঢেকে দেয় লোভের পলি।
চোখ ধাঁধাচ্ছো ভিক্ষে দেবার রকমফেরে
কেউ বিভূষণ, কারওর জন্য ভিক্ষা অন্ন
অশ্রু বারণ। শুকনো চোখেই কাঁদছে কে রে,
রাজপেয়াদা ঘুরছে তাদের ধরার জন্য।
তোমার মিথ্যে ভাষণ শোনার ভুল সময়ে
প্রত্যেকদিন কন্যাশ্রীর শরীর পোড়ে
মেয়ের শোকে কাঁদছে যারা আকুল হয়ে
তাদের মধ্যে বাঁচব আমি… নতুন করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন