শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

হীরক রানী

রাজা = ব্যারিকেড ভাঙলো কেন! কোথায় ছিলো প্যায়াদাদের চোখ!
রক্ষামন্ত্রী = মহারাজ বুঝতে পারিনি সমাবেত হবে এতো লোক।
রাজা = তবে কি প্যায়াদা ছিলো না যথেষ্ট!
রক্ষামন্ত্রী = আজ্ঞে প্যায়াদারা লাঠি হাতে ছিলো সর্বদা সচেষ্ট।
রাজা = মিছিলের কন্ঠ স্তব্ধ করাই প্যায়াদাদের একমাত্র কাজ।
রক্ষামন্ত্রী = মহারাজ টেবিলের নিচে, ফাইলের তলে লুকায় নি কেউ আজ।
রাজা = নিরীহ লোকেদের উপর লাঠি চালানো মোটেই নয় দৃষ্টি কটু।
রক্ষামন্ত্রী = আজ্ঞে সে কাজে প্যায়াদারা যথেষ্ট পটু।

রাজা = তবে মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীর মনে সন্দেহের উদয়, মোটেই বাঞ্ছনীয় নয়।
ঠিক কিনা -----
পরিষদ = ঠিক ঠিক ঠিক
রাজা = বলি এরা মিছিল করে কি পায়! রানীর বিরুদ্ধে প্রতিবাদ করতে এখনও এরা সাহস পায়!
রক্ষামন্ত্রী = মহারাজ ওরা লাল, ওরা প্রতিবাদ করে এসেছে চিরকাল।
বিদুষক = মার খায়, রক্ত ঝরায়, আবার উঠে মিছিলে এগিয়ে যায়।
রাজা = সেলিমের নাকি ইঁট ছিল পকেটে!
বিদুষক = সত্যিই বুদ্ধি বুঝি খোলে আজ রকেটে!(ক্যাপসুল)
রাজা = শিক্ষামন্ত্রী টেটের প্রশ্ন নাকি হয়েছে চুরি!
শিক্ষামন্ত্রী = আজ্ঞে আগাম টাকা দিয়েছে যারা, তারা প্রশ্নের জন্য করছিল জোরাজুরি।
রাজা = কাউকে বিশ্বাস নাই, তাই টাকা আগে হাতে পাওয়া চাই!
ঠিক কিনা???
পরিষদ = ঠিক ঠিক ঠিক
রাজা = কৃষিমন্ত্রী পেঁয়াজ নিয়ে কিসের এতো শোর!
কৃষিমন্ত্রী = মহারাজ বলেন তো খুলে দিই দুচারটে সরকারি স্টোর।
রাজা = আলুর মতন মিলন মেলায় পেঁয়াজও পচাবে নাকি!
বিদুষক = মহারাজ ফাঁকি, ফাঁকি!!!
রাজা = হয়ে গবেষক, তোমারও নাকি লাঠি চালানোর খুব সখ!
গবেষক = তা একটু আছে বইকি, নইলে আর কইকি!
রাজা = তা নতুন যন্ত্র কি কিছু করলে আবিষ্কার! যাতে মিছিল হয়ে যাবে ধুয়ে মুছে পরিষ্কার!
গবেষক = আজ্ঞে " চাবকে লাল" যন্ত্র, এতে দেওয়া আছে কথাঞ্জলীর মন্ত্র।
রাজা = বাহ বেশ! তোমার যন্ত্রে যদি দেয় কাজ তাহলে এই হীরটা তুমি নিও!
বিদুষক = দেবে কাজ, মহারাজ; পরীক্ষা প্রার্থনীয়।
রাজা = ওহে জ্যোতিষী তোমার পঞ্জিকা কি কয়?
জ্যোতিষী = মহারাজ কি বিষয়?
রাজা = সেকি সারা দেশ জুড়ে এতো আলোচনা, আর ২রা সেপ্টেম্বর ধর্মঘট তাও জানোনা!
জ্যোতিষী = মহারাজ যাবেনা কিচ্ছু করা, ধর্মঘট সফল হবে একশো ভাগ শতকরা।
রাজা = আর কি বলে গ্রহ নক্ষত্র?
জ্যোতিষী = ধর্মঘট সাড়া ফেলবে দেশের সর্বত্র।
রাজা = তাহলে উপায় কি কিছু নাই!
জ্যোতিষী = আজ্ঞে মগজ ধোলাই।
রাজা = সে তো জানি, কিন্তু কার!
জ্যোতিষী = বাংলার সবচেয়ে বড়ো শত্রু যে তার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন