নানারকম গুজব রটেছিল…
আদৌ বেঁচে রয়েছি কি না আজও
সে'টা বুঝতে হুকুম দিল রাজা
আজ উৎসব… যেমন খুশি সাজো।
টিকিট দেবে স্থানীয় কোতোয়ালি
সবাই জড়ো রাজবাড়ির মাঠে
ভাঁড় সেজেছি… সেজেছি রাজকবি
কেউ নাচব, কারওর মাথা ফাটে।
লাঠি মেরেছে? আমরা দেখিনি তো!
কাতার দিয়ে ঢুকেছি সার্কাসে
গানের তালে কোমর দোলে… দোলে…
তথাকথিত তারকাদের পাশে।
হাসপাতালে বোকার মত শোয়া
তাদের নিয়ে কেই বা মাথা ঘামায়
রাজার স্নেহে পরিপ্লুত ভাবে…
আহা! তবু তো প্রভু ডেকেছে আমায়।
টান পড়েছে গলার বকলস-এ
যত্নে সাড়া দিয়েছি… 'ঘৌ'…' তাতে।
বেঁচে যে আছি সে'টা প্রমাণ করে
দিব্যি আছি মারে ও মৌতাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন