বুধবার, ৫ মার্চ, ২০১৪

রুপোলী পুনর্বাসন ~ কৌশিক সেনগুপ্ত

সিনেমা চলেনা অনেক দিনই,
আশায় রয়েছি তাই,
এই যাত্রায় লোকসভা ভোটে 
টিকিটটা যদি পাই।

বলাতো যায়না, বরাত থাকলে
মন্ত্রীও হতে পারি,
সামনে পেছনে পাইলট কার,
লাল বাতি দেওয়া গাড়ি।

ভাবলেই চোখ চকচক করে
নেচে ওঠে মোর মন,
টিকিটটা শুধু দাও হে ঠাকুর,
দেব চাল আধ মন।

আগে পড়তাম সিনেমার স্ক্রিপ্ট,
এখন মিত্থ্যে ভাষণ,
এই ডামাডোলে ম্যানেজ করব
একটা পুনর্বাসন ।

লাইন লাগিয়ে এই আশা নিয়ে,
মানুষকে করে বাজি,
ঝুকে যাওয়া মাথা ফের তোলবার
আমাদের কারসাজি।

আমার মতই ছুটছে সবাই,
টলিঊড তাই ফাঁকা,
কি বললি তুই? জাচ্ছি কোথায়?
জানিস না যেন, ন্যাকা।

জোড়া ফুল হাতে, নেমেগেছি মাঠে,
গোয়ালে করেছি ভীড়,
ক্ষমতার কিছু স্তুতি গান গেয়ে
আমরাই খাব ক্ষীর।

তাইতো আজকে সব কাজ ছেড়ে
টলিউড শুধু ছোটে,
মা-মাটি আর মানুষের ভেকে
দাঁড়াতেই হবে ভোটে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন