বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

ফাগুন ~ দীপ্তানুজ দাশগুপ্ত

ওগো আমার হারিয়ে যাওয়া ফাগুন-,
দাও জুড়িয়ে মাসের শেষের
বুক জ্বালানো আগুন।

(বলতো)  এমন কেন  হয় ?
রাত-বিরেতে, দিন দুপুরে একলা হওয়ার ভয় ?
কাঁপায় আমায়, কুঁকড়িয়ে যাই, শশব্যস্ত প্রাণ,-
হাতড়ে বেড়ায় – হারিয়ে যাওয়া আগুন-দিনের গান।

আগুন-দিন - ঝড়ের পাখি – মিছিল-জোড়া ঢেঊ –
সব হারিয়ে এখন আমার সঙ্গে যে নেই কেউ !

আবার যদি ইচ্ছে করি , আবার যদি যাই  -
আবার যদি পেরতে পারি চড়াই - উৎরাই ,
ফিরিয়ে দেবে ? ওগো আমার সুর্য ধোয়া মেঘ –
ভাসিয়ে দেবে মনের কোণের লুকোনো উদ্বেগ ?

ওগো আমার হারিয়ে যাওয়া ফাগুন –
দাও জ্বালিয়ে বুকের ভিতর ভালবাসার আগুন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন