রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৩

চড়ুই ~ অনির্বাণ মাইতি

ওরা ঠোঁটের ডগায় স্বপ্ন বুনতে পারে 
নরম ডানায় রোদ্দুর পিছলায়
ধুলো স্নান সেরে রোজ ফিরে ফিরে আসে 
শরীরের শেষ ক্লেদটুকু নিংড়ায় 

ওদের কাছে এসব কিছুই যেন 
সাতটি রাজার ধনএর চেয়েও দামী
জানার পরে হঠাত চেয়ে দেখি 
আমার কোলে সদ্যোজাত আমি 

হার মানে না নাছোড়বান্দা ওরা 
চিল শকুনের মিলিত সন্ত্রাস 
ঝড়ের মুখে আঁকড়ে ধরে থাকে 
শেষ কুটোটাই চূড়ান্ত আশ্বাস 

আমিও ঠিক ওদের মতই হব 
চড়ুই পাখির যেটুকু দরকার 
প্রবল শীত এ এক ফোঁটা ওম দেব 
আমৃত্যু চাই ইচ্ছেটা বাঁচবার .......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন