"চিত্ত যেথা ভয়পূর্ণ লুচ্চা যেথা বীর,
জ্ঞান যেথা শুষ্ক যেথা কারার প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
পেয়াদারা ভাবিতেছে আজ কাকে ধরি
যেথা কটুবাক্য নির্দয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
গোটা দেশে দিকে দিকে গুণ্ডাগণ ধায়
অজস্র সহস্রবিধ চাটুকারিতায়
যেথা উচ্চবিত্তের ধনরাশি রাশি
বিচারের পথটিকে পুরোটাই গ্রাসি,
পৌরুষের সে কি স্পর্ধা, নিত্য যেথা
উনিজিই সর্ব কর্ম চিন্তনের নেতা,
নিজহস্তে নির্দয় আঘাত করি, বস
ভারতেরে সেই নরকে কোর না কো টস"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন