বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বেশি গণতন্ত্র ~ আর্য তীর্থ

নীতি আয়োগের চেয়ারম্যান সখেদে বলেছেন, ' এই দেশে বড় বেশি গণতন্ত্র রয়েছে!..'       

                 । বেশি গণতন্ত্র।

এখনো এই দেশে  ধর্মান্ধতার বিরুদ্ধে লোকে প্রকাশ্যে  কথা বলে।
এখনো ভোট এলে আশা ও আশঙ্কায় মসনদ থাকে দোলাচলে।
এখনো আড়ালে গিয়ে ভোট দিয়ে  যায়  লোকে যাকে মনে ধরে।
এখনো প্রতিবাদে রাস্তায় নামে নাগরিক,  রাজাদেশ অমান্য করে।

রাষ্ট্রের হুকুমগুলো এখনো হয়ে ওঠেনি দৈনিক উপাসনার মন্ত্র।
ঠিক বলেছেন তাই নীতি-অধিরাজ, এখনো রয়েছে দেশে বেশি গণতন্ত্র।

এখনো মানুষকে  পুরোপুরি ভাগ করা যায়নি শাসক ও বিরোধীতে।
অজস্র মার খেয়ে এখনো চলছে কেউ অনুকুল স্রোত ছেড়ে ঠিক বিপরীতে।
এখনো যুদ্ধ এলে কিছু লোক বলে বসে হোক আলোচনা।
দেশপ্রেম মানে সেনা, এখনো অনেকে মানে ভুল সে ধারণা ।

এখনো কলকারখানা স্কুল নগরে গ্রামাঞ্চলে বসানো যায়নি মগজধোলাই যন্ত্র।
সুতরাং ভুল নেই কোনো, ছড়িয়ে রয়েছে দেশে বড় বেশি গণতন্ত্র।

এখনও রবীন্দ্রনাথ ও নজরুল ব্রাত্য হননি সাহিত্যচর্চায়।
ধর্ষিতা নিহতের জাতপাত না দেখে এখনো গোটা দেশ গর্জায়।
চাষীকে অন্নদেবতা মেনে এখনো সবাই হয় তার কাছে নতজানু।
এখনো প্রেমকে শেষ করতে পারেনি পোষ্য মানুষখাকী জেহাদ-জীবাণু।

এখনো অনেকে মানে , রাষ্ট্র ও দেশের সংজ্ঞা ভিন্ন ও স্বতন্ত্র।
সুতরাং তর্কের অবকাশই নেই,  বিরক্তিকর ভাবে বেশি দেশে গণতন্ত্র।

রাজাদের ভীষণ ভাবিয়ে,  গনতন্ত্রকে কারা শিখিয়ে দিয়েছে    মহামৃত্যুঞ্জয় মন্ত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন