কেন আজ সিপিএম নেই ক্ষমতায়?
বিপ্লবীদের সে'টা দারুণ ভাবায়।
'অতি' বলে 'প্রতি' তোর মাথা অতি মোটা
বুঝিস না কিছুতেই সোজা অঙ্কটা।
অমুক সে বইটার তমুক পাতায়
লেখা আছে কী আগুন কত খাওয়া যায়।
প্রতি বলে, দাঁড়া আগে বেচে নিই ছবি।
সুবোধ্য হেসে ওঠে নেট বিপ্লবী।
নিও কম্যুনিজমের সোজা অঙ্কটি।
ঢুকে যায় ফোকটিয়া প্রায় দুই কোটি।
গুরুতর চণ্ডাল আঁচ পেয়ে ঢিমে
আত্মপ্রসাদে মন ঢেলে দেয় মিমএ।
ফেসবুক বিপ্লবী বলে সাদা চুল
কমিউনে আজও কেন? এইটেই ভুল।
আলোকিত করেছে যে রাজ্য কমিটি
সপুত্র চেটে নিল নিজের বমিটি।
মহা বিপ্লবী হুঁ হুঁ... চাষার ব্যাটা সে
গলায় গামছা দিয়ে ক্ষমতার পাশে।
দু' বগলে ডিও যার। সেন্ট পারসেন্ট
ঘন বিপ্লবী হাঁকে চাই মুভমেন্ট
যে কৃষক হাঁটে, যার পা গিয়েছে ফেটে,
নেই বটে সে মিছিলে, এই মার্কেটে
মানসিক ভাবে আছি। ক'জনে তা' থাকে?
টিভিতে তরজা শুনি। চেনো তো আমাকে!
গরু বিপ্লবী বলে খেলবই জুয়া।
ত্রিপুরায় 'বিপ্লব'... এনেছে গেরুয়া।
ইভিএমে ডুবে মরে পাতি বিপ্লবী।
এত কথা শোনে, তবু ভুলছে না ভবি।
সে এত বোঝে না কিছু। হতাশা ও প্রেম
তার সব কিছু আজও বোকা সিপিএম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন