নভেম্বর মাস এলে তার কথা মনে পড়ে যায়
মনে পড়ে ইতিহাসে আমাদের লেখা ছিল নাম
নভেম্বর মাস এল। ছিঁড়ে যাওয়া লাল পতাকায়
আবার নিজেকে লিখে গর্বে আকাশে ওড়ালাম।
বিপ্লব মানে কোনও বুথজ্যাম ভোটবাজী নয়
বিপ্লব নয় কোনও সরকারি আলু বা পেঁয়াজ।
সারদার টাকা গাপ, ওয়াকফ ফান্ড নয়ছয়,
বিপ্লব নয় কোনও অভিনয়… মৌলবাদী ভাঁজ।
সময় সমস্ত খায়, প্রতিজ্ঞা প্রতিভা ও মেধা।
মধ্যবিত্ত সময়ের প্যাঁচে পড়ে কেউ পাচু রায়।
তবুও বিপ্লব থাকে মগজের মাঝখানে বেঁধা।
বিপ্লবের স্বপ্ন ছাড়া বাঁচবার থাকে না উপায়!
সভ্যতা বিক্রি করে ঝানু যত দাসব্যবসায়ী।
নষ্ট হয়ে যাই রোজ। ভুল স্বপ্ন আঁকড়ে ধরে বাঁচি।
বিপ্লব আসেনি আজও। তার জন্য আমি একা দায়ী।
আমিই চাইনি তাকে। খেলে গেছি ভুল কানামাছি।
আবর্তিত হতে থাকে এ'গ্রহের ভূত ভবিষ্যৎ।
আমাদের চেতনায় জেগে থাকে বাঁচার প্রয়াস।
ভাঙা পথে ঘরে ফেরে আমাদের হারানো শপথ
বারবার ফিরে আসে বিপ্লবের নভেম্বর মাস।
মনে পড়ে ইতিহাসে আমাদের লেখা ছিল নাম
নভেম্বর মাস এল। ছিঁড়ে যাওয়া লাল পতাকায়
আবার নিজেকে লিখে গর্বে আকাশে ওড়ালাম।
বিপ্লব মানে কোনও বুথজ্যাম ভোটবাজী নয়
বিপ্লব নয় কোনও সরকারি আলু বা পেঁয়াজ।
সারদার টাকা গাপ, ওয়াকফ ফান্ড নয়ছয়,
বিপ্লব নয় কোনও অভিনয়… মৌলবাদী ভাঁজ।
সময় সমস্ত খায়, প্রতিজ্ঞা প্রতিভা ও মেধা।
মধ্যবিত্ত সময়ের প্যাঁচে পড়ে কেউ পাচু রায়।
তবুও বিপ্লব থাকে মগজের মাঝখানে বেঁধা।
বিপ্লবের স্বপ্ন ছাড়া বাঁচবার থাকে না উপায়!
সভ্যতা বিক্রি করে ঝানু যত দাসব্যবসায়ী।
নষ্ট হয়ে যাই রোজ। ভুল স্বপ্ন আঁকড়ে ধরে বাঁচি।
বিপ্লব আসেনি আজও। তার জন্য আমি একা দায়ী।
আমিই চাইনি তাকে। খেলে গেছি ভুল কানামাছি।
আবর্তিত হতে থাকে এ'গ্রহের ভূত ভবিষ্যৎ।
আমাদের চেতনায় জেগে থাকে বাঁচার প্রয়াস।
ভাঙা পথে ঘরে ফেরে আমাদের হারানো শপথ
বারবার ফিরে আসে বিপ্লবের নভেম্বর মাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন