শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

ইতিহাস, ফিরে দেখা ... ১ ~ অ মি তা ভ প্রা মা ণি ক

যা হয়নি সিন্নিটা দিয়ে দরগায়
আন্দোলনের নামে তাই হয়ে গেল, বর্গায়।
ভেঙে গেল সব বড় বড় মৌচাক।
খেটে খেত যারা, তারা পেল দু' ছটাক।
এ সবে কি মিটে গেল নিরন্নের ক্ষুধা?
খণ্ড-ক্ষুদ্র হয়ে গেল বঙ্গ-বসুধা!


এখন মজাটা দ্যাখো, ওহে পুঁথিধর –
শিল্প গড়তে লাগে কত শ' একর!
হাজার মালিক সব রাজী হলে তবে
সম্ভব, এ যুগে তা হয় বাস্তবে?
তাই চলে ফিতে কাটা, শিলান্যাস আদি –
ছিঁড়ে যায় চটিখানা, পরণের খাদি।


তবু ওড়ে ধর্মঘট, ব্রিগেড গলিতে জমে সেই জনস্রোতও –
বুঝতে তাকালে পিছে
'এ গলিটা ঘোর মিছে,
দুর্বিষহ মাতালের প্রলাপের মত'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন