জনগনের নিশান রক্তলাল
জড়িয়েছে কত শহিদের দেহ
শীতল হয়েছে তারা
আর হৃদয়ের রক্তে রঞ্জিত করেছে একে
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
নিশান আমাদেরকে শক্ত করেছে
যখন চারিদিকে ঘনিয়ে এসেছিলো কালো অন্ধকার
কত লড়াইয়ের সাক্ষী হয়ে রয়েছে
নিশানের রঙ বদলাবে না আর
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
নিশান মনে রেখেছে আমাদের জেতা লড়াই
রক্তিম সকালে আসবে শান্তি নিয়ে,
উজ্জ্বল নিশানের সহজ প্রতীক করে বড়াই
মানুষের অধিকার, মানুষের সংগ্রাম দিয়ে
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন