বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

খচ্চরের ডিএ ~ অরুনাচল দত্তচৌধুরী

অ্যাই শোন, তোরা কিছু… সরকারি খচ্চর

ডিএ চেয়ে কেঁদেছিস নাকি সারা বচ্ছর?
আজীবন সেবা দিয়ে, প্রাণপাত হর্ষে
কাল যে চাকর, আজ কেন খচ্চর সে?


খচ্চর মানে গালি? মোটেই ভাবিস না
ভারবাহী জন্তু সে, নেই ক্ষিদে তৃষ্ণা।
গাধাদের চেয়ে যদি কিছু চাস বেশি… নে
হলফনামাটি ছাপা সরকারী মেশিনে।


আদালতে গিয়েছিস। ডিএ চেয়ে বাহানা?
চাইলেই পাওয়া সোজা, ব্যাপারটি তাহা না।
এই যে চতুর্দিকে এত পরিবর্তন
উন্নয়নের তাস রুইতন হরতন…


এত মেলাখেলা চলে, দেখেও থাকিস চুপ!
শ্রেণীসংগ্রাম খুঁজে পেল তার অভিরূপ।
এ'তো আর বিধায়ক-সাংসদ ভাতা না!
সরকার তোর বেলা তত বড় দাতা না।


দাম বেড়ে যায় বলে ডিএ পেতে বাসনা?
মূল্যবৃদ্ধি? আহা টমেটো তো খাসও না!
ওই সব দামি চিজ খেলে তোরা জানতি
কাকে যে মূল্য বলে, কীসে বিভ্রান্তি।


হলফনামাতে খুশি, জো হুজুর চামচা
মুখেতে কুলুপ আর পেটে বাঁধা গামছা।
হিটলারপুজো করে কৃমিকীট মচ্ছর।
বৃথা লড়ে যায় একা… ভারবাহী খচ্চর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন