বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

হাপুস হুপুস - সোমনাথ চট্টোপাধ্যায়

       - খামোখা ঝগড়া করলেএত রাগ করতে আছে? 

- আমি তো ঝগড়া করিনি, বরং একটা ভালো কথা বোঝাতে চেয়েছিলাম।

- ভারি তো বোঝানো হলো, মাঝখান থেকে রাগারাগি করে খাওয়া ছেড়ে উঠে গেলে

- আমাকে এরকম করতে দেখেছো কখনো?


- তুমি এখন আর সেই ছোটোটি নেই, বড় হচ্ছো, গত মাসে ৯ পুরো করে ১০ এ পা দিয়েছ

- তাতে কি?

- বড় হলে বুঝদার হতে হয়

- তা তুমি বুঝি খুব বুঝদার?

- বুঝদার বটেই তো, তোমার মত কি খাওয়া ছেড়ে উঠে যাই আমি?

- তা যাওনা, কিন্তু দুপুর বেলা একা একা জানলার ধারে বসে কাপড়ের খুঁটে চোখ মোছো

- বড়দের এত লক্ষ্য করতে আছে বুঝি?

- কত না বড় এলেন উনি ! ভারি তো বছর দুই ... ।

- সবাই বলে মেয়েদের এইটাই অনেক, আর ছেলেদের ১০ বছর কিছুই না

- কিছুই না ? তবে যে বললে আমাকে বুঝদার হতে হবে?

- লক্ষিটি, আর নয়, বেলা গড়িয়ে দুপুর শেষ হতে চলল, চলো একটু কিছু মুখে দাও

- না। দেবোনা। কেউ ভালোবাসে না এ বাড়িতে। ইস্কুলে ভালো লাগেনা, বাড়িতে ভালো লাগেনা......

- পাগল ছেলে। সবাই ভালোবাসে। সোহাগ না করলে বুঝি কেউ শান করে?

- বন্ধুরা কিছু বোঝায় যখন, তখন তো শাসন দরকার হয়না   

- তাই বুঝি? তো তুমি বন্ধুদের সঙ্গে ঝগড়া করোনা?

- আমার বন্ধু নেই।

- আমি তোমার বন্ধু না?

- (মুখে একটু হাসি) তুমি বন্ধু বটে।

- আমার সঙ্গে তো কথা কাটাকাটি লেগেই থাকে তোমার

- তুমি যে মাঝে মাঝেই শাসন করতে চাও

- সে তো তুমি কথা না শুনলে...।

- আমি কথা শুনি না বুঝি?

- এই যে কখন থেকে বলছি একটু কিছু মুখে দাও। এই টুকু এনেছি তোমার জন্যে......।

- (চকচকে চোখে জামবাটির দিকে তাকিয়ে) লুকিয়ে লুকিয়ে নিয়ে এলে? আমার জন্যে?

- না লুকিয়ে উপায় আছে? কেউ দেখলে আমাকেই বকবে? আর কথা নয়, লক্ষি ছেলে হয়ে খেয়ে নাও দেখি, আর তার পরে আমাকে একটা কিছু পড়ে শোনাও, অনেক দিন কিছু শোনাওনা।

- ওরে বাবা, এ তো অনেক, জাম বাটি ভর্তি...... !!

- তা বললে হবে না। সব টুকু খেয়ে নেবে। আমি বাতাস করছি হাত পাখা দিয়ে। আমি জানি তুমি কি খেতে ভালবাসো।

আধ ঘন্টা পর

- কি লিখলে দেখি খাতায়

- দাঁড়াও দাঁড়াও, এই শেষ করে নি

- আমাকে কি এইটাই শোনাবে? নিজে লিখে? বাঃ রে, দেখি কেমন লিখতে পারো।

- হয়েছে শেষ, এই বার শোনো বৌঠান

আমসত্ব দুধে ফেলি
তাহাতে কদলী দলি
সন্দেশ মাখিয়া দিয়া তাতে
হাপুস হুপুস শব্দ
চারিদিক নিস্তব্ধ
পিঁপিড়া কাঁদিয়া যায় পাতে  

(২৫শে বৈশাখ উপলক্ষ্যে – সাল  ১৪২২)

1 টি মন্তব্য: