শুক্রবার, ১ মে, ২০১৫

সক্কলকার পয়লা মে - শ্রেয়সী রায়

গতকাল শেষ , খুচরো হিসেব -
পান্তা ফুরোয় নুন আনতে ;
আজ শুরু হলো , রোদ উঠলেই
বাসনওয়ালীর পয়লা মে...


গত পরশুর ফেলে দেওয়া যত
      জঞ্জাল নিয়ে পথ হাঁটছে;
আজ লাল কালি ক্যালেন্ডারে -
সেই মেথরের পয়লা মে...

গত বহুদিন পায়নি কিছুই,
জ্ঞাতে এবং অজান্তে;
আজ ভোর থেকে জমায়েতে সব-
সক্কলকার পয়লা মে.........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন