রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

সত্যি কি বহু বাঙালি অনুপ্রবেশকারী? ~ বাঁচার লড়াই

সত্যি কি বহু বাঙালি অনুপ্রবেশকারী?? Census কি বলে??

যদি পশ্চিমবঙ্গে গত ৩-৪দশক ধরে কোটি কোটি লোকজন ঢুকে কার্ড পেয়ে বসবাস শুরু করে থাকেন তাহলে এই রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার  (population growth rate) সারা দেশের তুলনায় বেশি হত, তাই তো? হিন্দু বাঙাল অথবা মুসলমান কারুর না কারুর  জনসংখ্যা তো খুব বাড়বে? কারণ  তাহলে জন্ম-মৃত্যু বৃদ্ধি ছাড়াও immigrationর জন্যেও অনেকটা যোগ হবে। তাই না?? ...এইটা এমন একটা hypothesis যেটা সহজেই পরীক্ষা করা যায়.....😊... 
শীতের ছুটির দুপুরে এইটা একটু দেখাই যায়। census তথ্য তো হাতের কাছেই আছে.... 😊 গুগল থেকে বেরোল 1981, 1991, 2001 আর 2011র census। আর ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট।

পশ্চিম বঙ্গ জনসংখ্যা:
1981: 54580647.
1991: 68077965
2001: 80176197
2011: 91276115

বৃদ্ধির হার: 
(1981-91) : 24.7%;  (1991-2001) :17.8%;  (2001-2011) :13.8%. 
কি দেখছেন? হার বাড়ার কোন লক্ষণ নেই। দিব্বি কমছে। গত তিন দশক ধরে কমছে। 

আচ্ছা , বাঙালি হিন্দুরা? তাদের জনসংখ্যা  কেমন?
1981: 42005266
1991: 50866624
2001:58104835
2011: 64385546
বাঙালি হিন্দুর বৃদ্ধির হার কেমন?
(1981-91) 21.1%; 
(1991-2001) 14.2% ;  (2001-2011)  10.8 %. 
আবার দেখুন। কমছে। গত তিন দশক ধরে কমছে। কুড়ি বছরে 21 থেকে 10এ নেমেছে। 

মুসলমানগুলোর দেখি। জনসংখ্যা
1981: 11740297
1991: 16075836 
2001: 20240543
2011: 24654825 
বাঙালি মুসলমানের বৃদ্ধির হার?
(1981-91) 36.9%; 
(1991-2001)  25.9% ;  (2001-2011) 21.8 %. 
এও কমছে! 36 থেকে 21শে নেমেছে।

এবার এর পাশে সারা দেশের হিসেব ফেলুন। জাতীয় স্তরে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার।
1981 (24.1%), 1991 (22.7%), 2001 (19.9%), 2011 (16.8%) 
মুসলমানের জনসংখ্যা বৃদ্ধির হার।
1981 (30.9%), 1991 (32.9%), 2001 (29.5%), 2011 (22.6%)

কি দাঁড়াল ব্যাপারটা? ওরা যতই বলুক, 

১. গত ৩০-৪০ বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার নিশ্চিতভাবে কমছে।  কোন সন্দেহ নেই।

২.   গত ৩০-৪০ বছরে পশ্চিমবঙ্গ'র  জনসংখ্যা বৃদ্ধির হার সর্বভারতীয় গড়ের থেকেও বেশি কমেছে।  জনসংখ্যা নিয়ন্ত্রণে পশ্চিম বঙ্গ একদম one of the best. 

৩. বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান দুজনেই জাতীয় গড়ের থেকে কম । 1991 থেকে বাঙালি হিন্দুরা ব্যাপারটা কন্ট্রোল আনতে ভাল শুরু করেছেন, 2001 থেকে বাঙালি মুসলমানরা। আর এটা কিছুটা বোঝাও যায়। উত্তর ভারতের অনেক লোকের থেকে বাঙালি ঘরে কম ছেলেমেয়ে হয় কি না?না না কারনে বাঙালি এই বিষয়ে বেশি সচেতন, সে তো নিজেদেরকেই আমরা চিনি।

৪.  কোটি কোটি লোক বর্ডার পার করে এলে ফলাফল যে অন্য রকম হত বুঝতেই পারছেন।

৫. যাদের ঝগড়া লাগানো কাজ তারা বলতেই পারে যে বর্ডারের পাশের জেলাগুলো'র জনসংখ্যা ভাল করে দেখতে হবে।আচ্ছা, তাই হোক।  পরিসংখ্যান তো আছেই। প্রথমেই যেটা নজরে আসে সেটা হল এই জেলাগুলির কোন নির্দিষ্ট প্রবণতা নেই। কোন কোন জেলায় বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের গড় হারের থেকে বেশি ( যেমন উত্তর দিনাজপুর, মালদা ); কোন কোন জেলায় গড় হারের চেয়ে কম  ( যেমন নদীয়া, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ). আর সবচেয়ে উল্লেখযোগ্য, যে জেলায় হিন্দুদের বৃদ্ধির হার বেশি, সেখানে মুসলমানদের বৃদ্ধির হার ও বেশি; যেখানে হিন্দুরা কম সেখানেও মুসলমানরাও কম।  

৬. এই বৃদ্ধির হার কি ভাবে কমে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের গড় মহিলার total fertility rate (এক মহিলার জীবনে কটা ছেলেমেয়ে হয়) দেখলেও বোঝা যায়। গোটা দেশের মধ্যে সবচেয়ে কম। এই ব্যাপারে কেরলা যে  আরেক দারুন সচেতন রাজ্য সবাই জানি। এই দেখুন । পাশাপাশি পঃবঃ, কেরলা আর উত্তর প্রদেশ দেখুন। 

হিন্দু TFR: wb (1.64), up (2.67), kerala (1.42), India (2.13)

মুসলমান: wb (2.08), up (3.10), kerala ( 1.86), India (2.61)। UP (আর বিহার , রাজস্থান...) উচিত বাঙালি আর মালায়লিদের  দেখে শেখা!! আমরা সব ব্যাপারেই মুসলমানদের দোষ দিই। কিন্তু দেখুন, বাঙালি মুসলমান মহিলার চেয়ে বেশি বাচ্ছা হয় UP হিন্দু মহিলার !!

৭. তাহলে ব্যাপারটা ধর্মভিত্তিক নয়। রাজ্য ভিত্তিক। পড়াশোনা, মহিলাদের শিক্ষা, রাজ্যের সার্বিক চিন্তাভাবনার পরিবেশের সঙ্গে চলে। সারা পৃথিবী জুড়ে who আর unicef  জানিয়েছে যে যত মহিলারা  শিক্ষিত হবেন, কাজকর্ম চাকরিবাকরি করবেন তত এক গাদা ছেলেমেয়ে হওয়া কমে যাবে। আর দেখুন, পঃবঃ আর কেরলা সেই প্রগতিশীল পথেই হেঁটেছে। আর বাঙালি মুসলমানরা যে এখনো পিছিয়ে আছে তার অন্যতম কারণ মহিলাদের মধ্যে অশিক্ষার হার এখনো বেশি । তবে শিক্ষা বাড়ছে। বাইরে বেরোচ্ছেন। পরিবারের দায়িত্ব নিচ্ছেন। censusএ তার ফল দেখাই যাচ্ছে। একই জিনিস পঃবঃ 'র জেলাগুলির জন্যেও প্রযোজ্য।  মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর গড় শিক্ষার হার কম; অন্য জেলায় বেশি।  আর এ বিষযে বেস্ট হল কলকাতা - শিক্ষার হার সর্বোচ্চ, হিন্দু এবং মুসলমান দুজনেরই জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম; কলকাতার  মুসলমানদের তো  হিন্দুদের থেকেও কম! 

৯. তার মানে কি এই যে কেউ আসেনি? নিশ্চয়ই এসেছেন। পেটের দায়ে এসেছেন । আত্মীয়স্বজন ডেকেছেন চলে এসেছেন। আর বাঙালি তো দুবার দেশভাগ-ভোগা জাত, এই কষ্ট আর কে বুঝবে?? কিন্তু, যাবতীয় সমীক্ষা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে এমন বিশাল সংখ্যায় কেউ আসেননি যে পশ্চিমবঙ্গের জনমানচিত্র আমূল পাল্টে যাবে। ওটা ভোটের জন্যে ঢপ! ওই 15 লাখ আর গরুর দুধে সোনার মত আরেকটা গাঁজা! তাই, বাঙাল-ঘটি-বামুন-লেড়ে -কায়েত-বদ্যি-নমশূদ্র সবাইকে অনুপ্রবেশকারী না বলে নিজেরা তো ভাল করে নিজের রাজ্যে বার্থকন্ট্রল করতে পারে !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন