শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

জোকার ও রিংমাস্টার ~ অরুণাচল দত্ত চৌধুরী


কেন সহস্র ঢাকের আওয়াজ ঢালছ কর্ণপটাহে
পচা খাল ঢেকে উন্নয়নের ফ্লেক্সের কেন ঘটা হে?
রিং মাস্টার, অ্যাড দাও এত। দরকার কী এ' ভূমিকার?
ক্ষমতায় ভরা এই সার্কাসে আমরা তো জানি তুমি কার।

গণতান্ত্রিক ম্যাচ ফিক্সিং, দ্বন্দমূলক সন্ধি
ছলা কলা আর বয়কটবাজি, ট্যাবলো সাজানো ফন্দি।
চাণক্যে বলা সরল হিসেব বোঝা নয় তত শক্ত
জনতা নিজের মাপসই করে পাবেই তার শাসক তো।

গদিটা যখন পেয়েছ সে'টাকে কৌশলে থাকো আঁকড়ে।
প্রচার না করে হেরে গেছে যারা, বিলুপ্ত হয়ে যাক রে!
কিছু টি না পেয়ে ভুল বুঝেছিস, করেছিস মিছে গোঁসা কে?
ওই দ্যাখ রাজা… সবজান্তাটি সর্বহারার পোষাকে।

নীল সাদা নীল দশ দিগন্ত ভরল হুকুম নিনাদে
একে বিভূষন, তাকে সাইকেল, সরস্বতীকে বীণা দে।
ঋণের গল্পে ফের ঋণ নিয়ে তবু পড়ছে না বিপাকে
আমরা জোকার… মেনে চলি তার, শাস্তিমূলক কৃপাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন